image

Boost Vs Ad Campaign? Which is best for you?

by Tasnim Faisal in test

02 December, 2025



অনলাইনে উদ্যেক্তাদের কাছে ভীষণ পরিচিত, উপরন্তু জনপ্রিয় দুটি টার্ম হলো বুস্টিং ও অ্যাড ক্যাম্পেইন। তবে কার জন্য কোনটা বেশি ফলপ্রসূ

❓



মূলত বুস্টিং-কে আমরা সহজ ভাষায় বেসিক অ্যাড রান বলতে পারি। বিজনেস সম্পূর্ণ নতুন হলে বুস্টিং দিয়েই শুরু করা যেতে পারে। এটি তুলনামূলক সহজ, সাশ্রয়ী ও বোধগম্য (Easy to understand) তবে তা শুধু অ্যাওয়ারনেস (Awareness) কিংবা এনগেজমেন্ট (Engagement) এডের ক্ষেত্রে।

❗

সেলসের ক্ষেত্রে বুস্টিং খুব বেশি কার্যকরী না। ফলে দেখা যায়, অনেকেই সেলসের জন্য বুস্টিং করে থাকেন, আশানুরুপ ফলাফল না পেয়ে দিনশেষে হতাশায় ভোগেন। আপনার উদ্দেশ্য যদি হয় সেল বৃদ্ধি করা তাহলে বলতেই হয় অ্যাড ক্যাম্পেইনেরর কোনো বিকল্প নেই।

কারণ

✅

অ্যাড ক্যাম্পেইন হলো মার্কেটিং-এর একটা প্রফেশনাল ধাপ। অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে সেলস নামের একটা অবজেক্টিভই রয়েছে, যার কাজই হলো আপনাকে সেল এনে দেয়া। শুধু তাই নয়, আপনার এড কাদেরকে দেখাতে চাচ্ছেন বা কাদেরকে দেখাতে চাচ্ছেন না তা ফিক্সড কর‍তে পারবেন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যামে। এডকে নিজের মতো বা প্রয়োজনে কাস্টমাইজ করেও আপনি এক্সপেরিমেন্ট চালাতে পারেন।

✅

এছাড়াও আপনার পূর্ববর্তী অডিয়েন্সের ডেটা আপনি সংরক্ষণে রেখে, পরবর্তীতে সেগুলোকে কাজে লাগাতে পারেন। এতে আপনার বিজনেসের অ্যাড কস্টিং কমে আসবে ও সেল বাড়বে কয়েকগুণ পর্যন্ত।

আপনার রিয়েল অডিয়েন্স বা উইনিং এড বের করতে বাজেট, অডিয়েন্স বা লোকেশন চেঞ্জ করে আপনি একই রকমের দুটো এড টেস্ট করতে পারবেন।

✅

যেকোনো কারণে আপনার ফেসবুক পেইজে সমস্যা দেখা দিলেও, আপনি আপনার অডিয়েন্সদের ঠিকই টাচে রাখবে পারবেন যা বুস্টের মাধ্যমে সম্ভব না। এছাড়াও এড ক্যাম্পেই্নে রয়েছে কিছু এক্সট্রা ও আপডেটেড ফিচার যার মাধ্যমে আপনি আপনার বিজনেসের প্রোপার ও প্রফেশনাল মার্কেটিং এ কাজে লাগাতে পারেন যা বুস্টিং- এ অসম্ভব বলা চলে।

📌

মোদ্দাকথা, একটা বিজনেস টিকেই থাকে সেলসের উপর। সেক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইন আপনাকে প্রোপার ডেটা দেয়ার সাথে সাথে, আপনার সেল বাড়াতে সক্ষম। আপনি যদি প্রথম থেকেই মার্কেটিং -এর পেছনে একটা ভালো এমাউন্ট ইনভেস্ট করতে চান তাহলে অ্যাড ক্যাম্পেইনে আপনার জন্য বেটার অপশন।

আশা করি, আপনি বুঝতে পেরেছেন বুস্টিং ও অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আদৌতে কি পার্থক্য!

বুস্টিং হোক বা অ্যাড ক্যাম্পেইন, আপনি যাই দিয়ে আপনার মার্কেটিং শুরু করেন না কেন, উভয় পদ্ধতিতে প্রয়োজন সঠিক মার্কেট রিসার্চ ও প্রোপার স্ট্রেটেজি। কারণ মার্কেটিং এর সঠিক পদ্ধতি অবলম্বন করা ছাড়া কেবল এড রানের মাধ্যমে আপনি কখনোই আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।

Let us tell your story, loud and clear!

Don't let confusion and lack of understanding hold your business back any longer.

Book a meeting
AdStryker - One Stop Digital Marketing Agency